ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সংগঠন থেকে সাময়িক বহিষ্কার মহিলা ভাইস চেয়ারম্যান

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, আগস্ট ৩১, ২০২০
সংগঠন থেকে সাময়িক বহিষ্কার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে সদর উপজেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

রোববার (৩০আগষ্ট) দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার।

সভাপতি জাহিদ আকতার বলেন, নাসরিন ইসলাম কৃষকলীগের সমর্থন দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়। কিন্তু সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেন। যে কারণে দল তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগষ্ট ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।