ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি মানেই সন্ত্রাস, খুন, লুটপাট, দুর্নীতি’

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
‘বিএনপি মানেই সন্ত্রাস, খুন, লুটপাট, দুর্নীতি’ নির্বাচনী অফিস উদ্বোধনকালে মোনাজাত করা হয়, ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, ‘বিএনপি মানেই সন্ত্রাস, খুন, লুটপাট, দুর্নীতি। আর আওয়ামী লীগ মানেই দৃশ্যমান উন্নয়ন।

’ 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর বিবিসি বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।  

নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, ‘বিগত জোট সরকারের আমলে পাকশীতে সন্ত্রাসের রাজত্ব গড়ে উঠেছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে ঈশ্বরদী ইপিজেডটি বন্ধ করে দিয়েছিলেন। শিল্পমন্ত্রী থাকাকালে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী লোকসানের অজুহাত দেখিয়ে পাকশী পেপার মিল বন্ধ করে দিয়েছিলেন। পাকশীতে বিগত ১০ বছরে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, আজ পাকশী ইপিজেড থাকার কারণে এ অঞ্চলে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের বড় একটি প্রকল্প, যেখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক কাজ করছেন। মানুষ স্বাবলম্বী হয়েছেন অনেক। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। ’

ঈশ্বরদী-আটঘরিয়ায় বিএনপির প্রার্থীর কোনো জনসমর্থন নেই মন্তব্য করে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘লাইসেন্সবিহীন বিএনপি। অতীতের মতো এবারের নির্বাচনেও বিএনপির প্রার্থীর জামানত বাতিল হবে। ’  

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডলের সঞ্চালনায়  এ সময় আরও বক্তব্য দেন- পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি  তরিকুল ইসলাম ভাদু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, প্রচার সম্পাদক জহুরুল হক মালিথা, পাকশী রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বিশ্বাস, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হোসেন, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হোসেন শিমুল এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ শিহাব।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।