ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাহাউদ্দিন নাছিম করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, সেপ্টেম্বর ১৬, ২০২০
বাহাউদ্দিন নাছিম করোনা আক্রান্ত

ঢাকা: করোনা আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বাহাউদ্দিন নাছিমের করোনা পজিটিভ আসার পর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্টরা জানান, মঙ্গলবার বাহাউদ্দিন নাসিম শরীরের জ্বর অনুভব করলে করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে তার পজিটিভ আসে।  বুধবার তিনি রাজধানীর একটি হাসপাতলে ভর্তি হয়েছেন।

এদিকে, করোনা পজিটিভ হয়ে আওয়ামী লীগ নেতা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।