ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

ঢাকা: দেশে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হসাইন এবং সাধারণ সম্পাদক কিশোর রায়।

হঠাৎ করে অঘোষিতভাবে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্ট হতে পারে। ইতোমধ্যে ভারতের বেঙ্গল চেম্বার পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ভারত সরকারের এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে নেতারা বলেন, ভারতের এই ঘোষণার ফলে ইতোমধ্যে বাংলাদেশের বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে গেছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করছে।

তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।  

নেতারা বাজার মনিটরিংয়ের জন্য টিসিবি যেন কার্যকর ব্যবস্থা নিতে পারে সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।