ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

২ দিনের সাংগঠনিক সফরে পঞ্চগড় যাচ্ছেন জাপা নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, সেপ্টেম্বর ১৯, ২০২০
২ দিনের সাংগঠনিক সফরে পঞ্চগড় যাচ্ছেন জাপা নেতারা লোগো

ঢাকা: দু’দিনের সাংগঠনিক সফরে বুধবার (২৩ সেপ্টেম্বর) পঞ্চগড় যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। উত্তরাঞ্চলের সফরে পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতৃত্ব দেবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টি (জাপা) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সফরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গী হিসেবে থাকছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এবং রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির এবং জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল-মামুন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।