ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লোগো

ঢাকা: মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে এ কমিটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

গত ২৮ জুলাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুর পর এ কমিটিতে নতুন করে সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো। এছাড়া সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল পুরনো কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি পুনরায় একই পদে বহাল থাকলেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।