ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গুজব রটনাকারী উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, নভেম্বর ২, ২০২০
গুজব রটনাকারী উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ঢাকা: গুজব রটনাকারী, উসকানিদাতা, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।  

সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার এ দাবি জানান।

 

জাসদ নেতারা বলেন, ধর্মান্ধ উগ্রবাদী জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে ধর্মীয় অবমাননার গুজব রটিয়ে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে দেশের শান্তি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে। উগ্রবাদী জঙ্গিবাদীদের ব্যাপারে সামান্যতম ছাড়, নমনীয়তা, উদাসীনতা দেশে পাকিস্তান-আফগানিস্তানের মতো আশান্ত পরিস্থিতি তৈরি করবে।

বিবৃতিতে নেতারা দেশের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক শক্তি ও শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।