ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিবাহিত নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
নারায়ণগঞ্জে ছাত্রদলের বিবাহিত নেতাকে অব্যাহতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক কাজী রাজনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কমিটি ঘোষণার তিনদিন পরেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিবৃতি দেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সেক্রেটারি খাইরুল ইসলাম সজীব।

কাজী রাজনের পরিবর্তে বর্তমানে পৌরসভার প্রথম যুগ্ম আহ্বায়ক মুজহারুল ইসলাম রাজীবকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনকে অব্যাহতি দেওয়ার বিয়ষে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি জানান, এবার ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে বিবাহিতদের বাদ দেওয়ার নিয়ম ছিল। কিন্তু গত আগস্টে রাজনের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি জেলা কমিটি ও সাংগঠনিক টিমের নজর এড়িয়েছিল। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে ঘটনা তদন্ত সাপেক্ষে প্রমাণ পাওয়া গেলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।