ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসীদের হামলায় শ্রমিক লীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, নভেম্বর ৫, ২০২০
সন্ত্রাসীদের হামলায় শ্রমিক লীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

পটুয়াখালী: সন্ত্রাসীদের হামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়ল প্যাদাকে (৩৫) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব টিয়াখালী এলাকার পূর্ব রজপাড়া হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত অবস্থায় জুয়েল প্যাদাকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জুয়েল প্যাদার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হাতের কব্জি সন্ত্রাসীরা নিয়ে গেছে কিংবা ঘটনাস্থলে পরে আছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।