ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

নারী নির্যাতনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, নভেম্বর ৬, ২০২০
নারী নির্যাতনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার এসএম মাহবুব হোসেন

ব্রাহ্মণবাড়িয়া: নারী নির্যাতনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (০৬ নভেম্বর) ভোরে বিজয়নগরের পাহারপুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরিপ্রেক্ষিতে নারী নির্যাতনের ভাবির করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

গত ০৪ আগস্ট মাহবুরের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ছয় জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।  

আসামিরা হলেন- মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।  

মামলার বাদী রেহেনা আক্তার বাংলানিউজকে বলেন, আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার ওপর অন্যায়-নির্যাতন শুরু হয়। সবকিছু জেনেও আমার স্বামী নির্যাতনের প্রতিবাদ করেনি। সম্প্রতি আমাকে রাখার জন্য বাড়িতে আলাদা একটি ঘর করে দেন আমার স্বামী। এরপর থেকে শ্বশুড় বাড়ির সদস্যরা আমার ওপর নির্যাতন আরও বাড়াতে থাকেন। আমি ঘরে ঢুকতে পারিনি, আমাকে সবাই মিলে বের করে দিয়েছেন।  

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরিপ্রেক্ষিতে ভোরে নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ