ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় পদ ফিরে পেলেন বিএনপির ৫ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
বগুড়ায় পদ ফিরে পেলেন বিএনপির ৫ নেতা

বগুড়া: বগুড়ায় জেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন সাবেক পাঁচজন নেতা।

শুক্রবার (৬ নভেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি তাদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মো. সিরাজ ওই পাঁচ নেতার হাতে চিঠি হস্তান্তর করেন।

দীর্ঘ ১৮ মাস পর সদস্য পদ ফিরে পাওয়া পাঁচ নেতা হলেন- বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম জানান, সদস্য পদ ফিরে পেতে ওই পাঁচ নেতা গত অক্টোবর মাসের শেষের দিকে দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেন।
আবেদনে তারা তাদের ভুল স্বীকার এবং ভবিষ্যতে দলের বিরুদ্ধে কোনো কাজে লিপ্ত হবেন না বলে উল্লেখ করেন। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, ২০১৯ সালের ১৫ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বাধীন জেলা বিএনপির নির্বাহী কমিটি বাতিল করা হয়। এরপর গোলাম মো. সিরাজের নেতৃত্বে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় দলের শৃঙ্খলা ভঙ্গ করে কমিটি বাতিলের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করেন দলের কিছু নেতাকর্মী। এর সঙ্গে জড়িত ওই পাঁচ নেতাসহ বেশ কয়েকজনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। তারা গত ১৮ মাস দলীয় কর্মকাণ্ডের বাইরে ছিলেন।

কেন্দ্র থেকে পাঠানো পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে আপনাকে দলের শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির সব পদ-পদবিসহ প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে পদ পদবি স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হলো।

এদিকে দলে ফিরতে সুযোগ দেওয়ায় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।