ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির ১০১ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
নারায়ণগঞ্জে বিএনপির ১০১ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়াসহ ১০১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় দিপু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৯০ জনকে আসামি করা হয়েছে। রাষ্ট্রবিরোধী পরিকল্পনার অভিযোগে আটক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে বাকি ১০ হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সজীব, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বরাত দিয়ে জানান, দিপু ভূইয়ার প্ররোচনায় নাম উল্লেখিত ১১ জনসহ অজ্ঞাত আরো ৯০ জন মিলে বিদেশে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শলাপরামর্শ করছিলেন। ওই খবর পেয়ে সেখানে অভিযান চালালে স্বপনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জানান, যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে জেলা যুবদলের ভার্চ্যুয়াল বৈঠক ছিল রূপগঞ্জে। সন্ধ্যায় বৈঠক চলাকালে পুলিশ স্বপনকে আটক করে।

এদিকে ঘটনাস্থলে থাকা একাধিক নেতা জানান, পুলিশের একটি টিম দিপু ভূইয়ার বাড়ি ঘিরে ফেলে। তারা ভেতরে প্রবেশ করে লোকজনদের সরিয়ে দেয়। যে ল্যাপটপ ও প্রজেক্টরে ভার্চ্যুয়াল বৈঠক হচ্ছিল সেগুলো পুলিশ নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।