ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণ মানবে না: এমএ সামাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণ মানবে না: এমএ সামাদ সমাবেশ/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না।

শনিবার (০৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. এম এ সামাদ বলেন, অসাধু মজুদদার ও সিন্ডিকেটের কারণে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন ভাবে বাড়ছে। চলছে চরম মুনাফাবাজি। ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একদিকে করোনা মহামারিতে জনগণের আর্থিক দুরাবস্থা অপরদিকের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। একটি দেশ এভাবে চলতে পারে না। জনগণ অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি হতে পারে না। অনতিবিলম্বে কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শামসুল হক সরকার, দপ্তর সম্পাদক বিধান দাস,  তোবারক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সংগঠক সবুজ মিস্ত্রী, ছাত্রনেতা আদিত্য রহমান সুমন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, জবা আক্তারসহ পার্টির বিভিন্ন স্তরের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ইএআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।