ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

সিলেট: সিলেটে লাহিন চৌধুরী নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় খসরু নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের উপকন্ঠ বালুচরের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত লাহিন সিলেট মহানগরের শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাহিনের ওপর হামলাকারীরা সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপুর অনুসারী। নিপুর নির্দেশেই লাহিনের ওপর হামলা চালানো হয়। নিপুর নেতৃত্বে বালুচরে নানা ধরনের অনৈতিক ও অসামাজিক কাজে সব সময় বাঁধা দিতেন লাহিন। এ কারণে নিপু পথের কাঁটা সরাতে তার ওপর হামলা চালায়। হামলাকারী নিপুর অনুসারীদের মধ্যে ওবায়দুর, সবুজ, মামুন, সজিব, নাইম, কাওছারসহ ২০/২৫ জন ছিলেন।

এ ব্যাপারে লাহিনের ভাই শাহীন চৌধুরী বলেন, হামলার ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। যারা এ হামলার ঘটনায় জড়িত তাদের নামে এজাহার দেওয়া হচ্ছে।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।