ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, নভেম্বর ১১, ২০২০
কুমিল্লায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফুনকা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।


 
নিহত জিল্লুর রহমান কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা এলাকার বাসিন্দা ও বিগত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জিল্লুর তার মেয়েকে প্রাইভেট পড়াতে শিক্ষকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ে কুপিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কান্তি ধর বলেন, যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।