ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, নভেম্বর ১১, ২০২০
জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি: জি এম কাদের সভায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

ঢাকা: জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, দ্বিতীয় বিকল্প শক্তি হয়েও বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না।

নেতৃত্বহীনতায় দলটির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের আপসহীন নেত্রী এমন আপস করেই জেল থেকে বের হয়েছেন, যে তিনি দেশ ও মানুষের স্বার্থে একটি কথাও বলতে পারছেন না। তাদের আরেক নেতার প্রতি বিএনপির নেতাকর্মীদেরই আস্থা নেই।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানী কার্যালয় জাতীয় পার্টি খুলনা মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করে না। এছাড়া আওয়ামী লীগ মনে করে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত। আবার বিএনপির শাসনামলে ২১ আগস্টের গ্রেনেড হামলা বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে এমন ধারণাও ক্ষমতাসীনদের। তাই রাজনীতির মাঠে বিএনপির টিকে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।  

তিনি বলেন, উন্নয়ন ও সুশাসনের সঙ্গে দেশ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে সক্রিয় আছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই সরকারের বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করে।  
 
সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ আর বিএনপির শাসনামল দেখতে চায় না। দেশের মানুষ ফিরে পেতে চায় পল্লীবন্ধুর শাসনামলের স্বর্ণালী যুগ। দেশের মানুষ ভোট দিতে চায় লাঙ্গলে, তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।  

সভায় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার ও অ্যাডভোকেট জহিরুল হক জহির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০ 
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।