ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মিন্টু আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, নভেম্বর ১২, ২০২০
বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মিন্টু আর নেই মশিউর রহমান মিন্টু

বরিশাল: বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বেশ কিছুদিন ধরে খাদ্যনালীতে ইনফেকশনজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আসর নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মরহুম মশিউর রহমান মিন্টুর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মশিউর রহমান মিন্টু সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ বরিশাল মহানগর সভাপতি ও বরিশাল মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।