ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৮ আসনের নির্বাচন প্রত্যাখ্যান করলো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, নভেম্বর ১২, ২০২০
ঢাকা-১৮ আসনের নির্বাচন প্রত্যাখ্যান করলো বিএনপি

ঢাকা: ঢাকা ১৮ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী কার্যালয়ে পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

আমান উল্লাহ আমান বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। সরকারি দলের লোকেরা সকাল থেকে বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। যেখানে এজেন্ট গেছে, সেখানে মারধর করে বের করে দিয়েছে। নির্বাচন কমিশনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। সেজন্য আমরা এ নির্বাচন প্রত্যাখান করলাম।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু সরকারি দল যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাতে নির্বাচনের কোনো পরিবেশ ছিল না।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, শহিদুল ইসলাম বাবুল, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।