ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হুইপ স্বপন করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, নভেম্বর ১৩, ২০২০
হুইপ স্বপন করোনায় আক্রান্ত

ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

শুক্রবার (১৩ নভেম্বর) হুইপ স্বপন নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন। ’

হুইপ রাজধানীতে তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি গতকাল রাত থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। তার স্ত্রী রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।