ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রাম জামায়তের আমির-সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, নভেম্বর ১৫, ২০২০
বড়াইগ্রাম জামায়তের আমির-সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মী আটক

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের হাশেম আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুর রহিম বাংলানিউজকে জানান, এ বিষয়ে পুলিশ সুপার বিস্তারিত জানাবেন।

তবে আটক ১৫ জনের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শুরা সদস্য জামায়াত মনোনীত নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হোসাইন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না উজ্জ্বল, বায়তুলমাল সম্পাদক আতিকুর রহমান, সাবেক উপজেলা আমির হাশেম আলী মীর, আব্বাস আলী মাস্টার ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন।  

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলানিউজকে বলেন, আটক ১৫ জনের নাম পরিচয় এখনও সঠিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।