রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্যদের আগে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে চলমান সন্দেহ-সংশয় দূর হবে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে রংপুরের বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্নজগতের ড্রিমপ্যালেস হলরুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দেশে করোনা মোকাবিলায় আওয়ামী লীগ সরকারের আগেই পরাজয় ঘটেছে। ভ্যাকসিন নিয়েও এখন পর্যন্ত কোনো রোডম্যাপ করতে পারেনি সরকার।
পুলিশের ওপর ভর করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়, তারা গণতন্ত্র হত্যা করেছে। এটা কখনো শুভকর নয়।
চট্টগ্রাম সিটি নির্বাচনসহ সব নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট আছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এ নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি।
এ সময় বিএনপির রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইস আহম্মেদ, মহানগর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, লালমনিরহাট বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীর হোসেনসহ বিভাগের আট জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আরএ