ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে আয়োজিত প্রতীকী অনশন শেষ করেছে পদপ্রত্যাশীরা।
শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় এই প্রতীকী অনশন শুরু হয়ে দুপুর একটার দিকে শেষ হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুতাছিম বিল্লাহ বাংলানিউজকে বলেন, সংগঠনের স্বার্থে অবিলম্বে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির দাবিতে আমাদের এই প্রতীকী অনশন। সংগঠনের গতিশীলতা ও ছাত্রদল নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হোক।
কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ঝলক মিয়া বলেন, আমরা দুপুর একটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছি। আগামী ২ ফেব্রুয়ারি আমরা বৈঠকে বসবো। সেখানে আমাদের পরবর্তী করণীয় ঠিক করা হবে।
অনশন চলাকালে পদপ্রত্যাশীরা বলেন, প্রায় ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে গত ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হয়।
এর ৩ মাস পর ২১ ডিসেম্বর ৬০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন হয়। ৬০ সদস্য বিশিষ্ট ওই আংশিক কমিটিতে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী অনেক ত্যাগীদের বাদ দেওয়া হয়। সেসময় কেন্দ্রীয় সংসদের সভাপতি অতি দ্রুত সময়ের মধ্যে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারা আরও বলেন, গতবছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সংসদের সুপার ফাইভ নেতাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বঞ্চিতদের এক মিটিংয়ে নেতারা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে আরেকটা আংশিক কমিটি দেওয়া হবে। পরে বিভিন্ন প্রকার টালবাহানা ও সময়ক্ষেপণের মাধ্যমে বৈশ্বিক মহামারি করোনার আগে কমিটি দেওয়া হয়নি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে সভাপতি-সাধারণ সম্পাদক দফায় দফায় বঞ্চিতদের কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনও কমিটি না দেওয়ায় আমরা হতাশার মধ্যে আছি।
প্রতীকী অনশনে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএম মুসা, কেএম নাজমুল, ফয়সাল আহমেদ, তিতুমীর কলেজের গাজী তৌহিদুর রহমান, মামুন খান, রেজওয়ানুল হক সবুজ, ঢাকা কলেজের আলী আহমেদ মিজান, আশিক আহমেদ, মাহমুদুল হাসান আল মারজানসহ শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমএইচ/এমআরএ