ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমেরিকার চেয়ে বাংলাদেশের অনেক মানুষ সাহসী ও সচেতন: মেনন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
আমেরিকার চেয়ে বাংলাদেশের অনেক মানুষ সাহসী ও সচেতন: মেনন করোনার টিকা নিচ্ছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন

ঢাকা: করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সমালোচনা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা বুথে টিকা নেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আমি মনে করি, আমেরিকার মানুষের চেয়ে বাংলাদেশের মানুষ অনেক সাহসী ও সচেতন। ’

টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত ভালো অনুভব করছি। আমরা যেভাবে সাধারণ ফ্লু-নিউমোনিয়ার টিকা নেই, এটিও ওই ধরনেরই। আমাদের ছোটবেলায় কলেরার টিকা নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এটি একেবারেই সাধারণ বিষয়। আমরা সবাই টিকা নিতে অভ্যস্ত। বাংলাদেশ এসব ক্ষেত্রে অনেক অগ্রগামী। আমি মনে করি, আমেরিকার মানুষের চেয়ে বাংলাদেশের মানুষ অনেক সাহসী ও সচেতন। ’

করোনার টিকা নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘যারা সমালোচনা করছেন, তারা কোন তথ্যের ভিত্তিতে সমালোচনা করছেন? বাংলাদেশে আমরা যখনই কিছু করি, তখনই কেউ না কেউ এর বিপক্ষে কিছু বলবেই। কাজেই আমি মনে করি না এ ধরনের কথার কোনো ভিত্তি আছে। ’

মেনন বলেন, ‘আমি মনে করি সবাই এগিয়ে এসে টিকা নেওয়া উচিত। এখনও হাঙ্গেরির মতো দেশ টিকা পায়নি। ইউরোপের অনেক দেশ টিকা পায়নি। সেখানে আমরা পেয়েছি। আমাদের চিকিত্সকরা এ বিষয়ে অভিজ্ঞ। টিকা নিতে মানুষকে এগিয়ে আসতে হবে। ভয়ের কোনো কারণ নেই। ’

এর আগে ঢামেক হাসপাতালে করোনার টিকা নিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

এরপর তিনি বলেন, ‘সরকার বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে, ঢাকা মেডিক্যালে চমৎকার একটি পরিবেশে, এ মাত্র আমি নিয়েছি। আমি মনে করি, সবারই এ টিকা নেওয়া দরকার। এর মাধ্যমে নিজের স্বাস্থ্য ও দেশের সুরক্ষা নিশ্চিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।