ঢাকা: সুচ আস্তে আস্তে ফুটায়েন, ব্যথা পাবো না তো- টিকা নেওয়ার আগে নার্সকে এসব কথা বলতে বলতেই করোনা টিকার প্রথম ডোজ নিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকা নেন এই বিএনপি নেতা।
নিয়ম অনুযায়ী এক নম্বর বুথে গিয়ে টিকা নেন তিনি।
টিকা নেওয়ার পরে তিনি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিলাম। সারা পৃথিবীতে কিন্তু টিকা সেফ কিনা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা প্রথম টিকা নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন।
‘আমাদের প্রধানমন্ত্রীর সবার আগে টিকা নেওয়া উচিত ছিল। তাহলে জনগণ আরো বুঝতো টিকাটা সেফ। তা না করে একজন নার্স নিয়েছেন প্রথম টিকা। আমার মনে হয় জনগণের আস্থার জন্য প্রধানমন্ত্রীর প্রথম টিকা নেওয়া উচিত ছিল। ’
তিনি আরো বলেন, ছোটকাল থেকেই আমি ইঞ্জেকশন ভয় পেতাম। তাই টিকা নেওয়ার আগেই নার্সকে বলে নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এজেডএস/এএ