ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৩, ফেব্রুয়ারি ১৯, ২০২১
বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বরিশাল: বরিশাল নগরে শাহাজাদা মোল্লা (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের কলেজ এ্যাভিনিউ এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।

গুরুত্বর আহত অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে তার সাথে থাকা বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আহত শাহজাদা মোল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদ প্রত্যাশি। সে তার নিজ বাসার পাশের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় কামরুল, টিপু, কাদের নামে প্রতিপক্ষগ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এতে তার দুই হাতই মারাত্মক জখমপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে দুপুরে বরিশাল জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনার সূত্র ধরেই এ হামলার ঘটনা বলে দাবি করেছেন আহত ছাত্রদল নেতার অনুসারীরা।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ