ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে জি এম কাদের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, ফেব্রুয়ারি ২০, ২০২১
এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে জি এম কাদের শোক

ঢাকা: দেশের শক্তিমান অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ষাটের দশক থেকে অনবদ্য অভিনয়ে এটিএম শামসুজ্জামান আনন্দ দিয়েছেন দর্শকদের। বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে অসামান্য দক্ষতা ছিলো তার। চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চে এটিএম শামসুজ্জামান ছিলেন অনবদ্য। এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে সাংস্কৃতিক কর্মীরা এক অকৃত্রিম অভিভাবককে হারালো।

দেশের শক্তিমান অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১ 
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।