ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নতুন প্রজন্ম জানে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নতুন প্রজন্ম জানে না’

ঢাকা: ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিএনপি কথা বলতে পারে না, তাদের বাকস্বাধীনতা নেই—বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ড. মাহমুদ বলেন, তারা কথা বলেই এমন অভিযোগ করেছে। সুতারাং তারা একটু বেশিই কথা বলে, বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই।

শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।