ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

মুশতাক আহমেদের মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, ফেব্রুয়ারি ২৬, ২০২১
মুশতাক আহমেদের মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ মুশতাক আহমেদ

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে বলা হয়, মানুষের কণ্ঠরোধ করার ধিকৃত আইনে কারা অন্তরীণ লেখকের মৃত্যুতে ক্ষমতাসীনদের প্রতি মানুষের ঘৃণা ও প্রতিবাদের প্রকাশ সব শোককে অতিক্রম করেছে।

বিবৃতিতে বলা হয়, লেখক মুশতাক আহমেদকে হত্যার দায় ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। গণমানুষের মতপ্রকাশের অধিকার, প্রতিবাদের ভাষা কেড়ে নিতে যে ফ্যাসিবাদী আইন করা হয়েছে তার নিষ্ঠুর শিকার মুশতাক আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।