ঢাকা: কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ) বিকেলে জাসদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়।
কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বিবৃতিতে বলেন, কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু রাষ্ট্র ও সরকারের জন্য দুর্ভাগ্যজনক। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না
তিনি বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকলেও আইন অনুযায়ী তার জামিন পাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। তাকে জামিনে মুক্তি দিয়েও তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কার্যক্রম চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না।
বিবৃতিতে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সব সাংবাদিক ও লেখকের জামিনের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরকেআর/আরআইএস