ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

এরশাদের জন্মদিন উপলক্ষে ট্রাস্টির মাসব্যাপী কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এরশাদের জন্মদিন উপলক্ষে ট্রাস্টির মাসব্যাপী কর্মসূচি

ঢাকা: আগামী ২০ মার্চ জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান।

 

কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রংপুর পল্লীনিবাসে কোরআন খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে।

সোমবার হাইকোর্ট মাজারে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া ১৯ মার্চ রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

একই স্থানে ২০ মার্চ এরশাদের জন্মদিন উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।  

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভা শেষে কেক কাটা হবে। ২১ মার্চ সারাদেশে সব মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।