খাগড়াছড়ি: ঢাকায় ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১ মার্চ) সকালে শহরের কলাবাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার থাকার কথা। কিন্তু বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। মত প্রকাশ করতে গেলে দমনপীড়ন ও হত্যার মতো কর্মকাণ্ড চালাচ্ছে। ’
সমাবেশ থেকে ঢাকায় ছাত্রদলের মিছিলে হামলার নিন্দা ও কারাগারে সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, যুগ্ম সম্পাদক আবুল কাসেম রাসেল, পানছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম, মাটিরাঙা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম সজল, খাগড়াছড়ি পৌর ছাত্রদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেবুত ত্রিপুরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এডি/এফএম