ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

নড়াইলে মানহানি মামলায় গয়েশ্বরের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, মার্চ ২৯, ২০২১
নড়াইলে মানহানি মামলায় গয়েশ্বরের জামিন গয়েশ্বর চন্দ্র রায়

নড়াইল: শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিন পেয়েছেন।  

সোমবার (২৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ জামিন আদেশ দেন।

এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।  

মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক কর্মসূচির আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেন, তারা নির্বোধের মতো মারা গেল, আর আমাদের মত নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকেন কী করে? এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা আশিক বিল্লাহ বাদী হয়ে ওই বছরের (২০১৫) ২৯ ডিসেম্বর নড়াইলের একটি আদালতে এক কোটি টাকার মানহানি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ