ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নেই। অন্যায়-অবিচারে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধনী অনুষ্ঠানের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির শাসন আর দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই জনগণের প্রত্যাশা পূরণ করতেই জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান এইচ এম আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসাহাক ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন সরকার, কেন্দ্রীয় সদস্য মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী, আলাউদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসএমএকে/আরবি