ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিচার ব্যবস্থার সংস্কারে মতিন খসরুর অবদান অসামান্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
বিচার ব্যবস্থার সংস্কারে মতিন খসরুর অবদান অসামান্য

ঢাকা: বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থাকে আমূল সংস্কার ও যুগোপযোগী করার ক্ষেত্রে আবদুল মতিন খসরুর অসামান্য অবদান রয়েছে বলে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা বলেন তিনি।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নিরহঙ্কারী, সদালাপী আবদুল মতিন খসরু জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে পাঁচবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মতিন খসরু দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুর মহান মুক্তিযুদ্ধে রয়েছে অপরিসীম অবদান। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।