ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আসছে মেননের আত্মজীবনী ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ১০, ২০২১
আসছে মেননের আত্মজীবনী ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’

ঢাকা: ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’ নামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেননের আত্মজীবনী প্রকাশিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুন) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে একথা জানানো হয়।


 
বিবৃতিতে বলা হয়, প্রকাশনা সংস্থা বাতিঘর থেকে বইটি প্রকাশিত হবে। বাতিঘরের সঙ্গে বৃহস্পতিবার (১০ জুন) রাশেদ খান মেননের চুক্তি সই হয়েছে।
 
এদিন সকালে হাতিরপুলের হামিদ প্লাজায় নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদলের অফিসে লেখকের সঙ্গে প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরের চুক্তি সম্পাদন হয়। চুক্তিতে সই করেন রাশেদ খান মেনন ও বাতিঘরের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ।
 
এসময় আরও উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের সত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন।
 
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। চলতি বছর জুনের তৃতীয় সপ্তাহে বইটির প্রথম পর্ব প্রকাশিত হবেও বলে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ১০, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।