ঢাকা: জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
রোববার (১৩ জুন) এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নেতারা বলেন, সংবিধানের ১৩তম অনুচ্ছেদ মতে শিক্ষা দেশের নাগরিকদের সুযোগ নয়, অধিকার বটে।
তাই শিক্ষা স্বার্থ সংরক্ষণের নিমিত্তে নেতারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত এ প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকারের এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারের ঘাড়েই বর্তাবে বলে সরকারকে সতর্ক করেন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এমএইচ/আরবি