ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, জুলাই ১৯, ২০২১
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে: আ স ম রব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারির এই সময়ে বিপুল নিরন্ন জনগোষ্ঠী ঈদের আনন্দের অংশীদার হতে পারবে না।

আত্মত্যাগের বার্তাকে লালন করার মধ্য দিয়েই ঈদের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

চরম দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী কয়েক কোটি মানুষের ঈদ নুন্যতম আনন্দঘন করার জন্য তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি তারা দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।