ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের আগে জনগণকে বাঁচাতে হবে: জিএম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
উন্নয়নের আগে জনগণকে বাঁচাতে হবে: জিএম কাদের

লালমনিরহাট: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ভোগ করতে জনগণকে আগে বাঁচাতে হবে।

জনগণ না বাঁচলে উন্নয়নের স্বার্থকতা থাকবে না। তাই সবার আগে দেশের নাগরিকের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।  

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে করোনা ভ্যাকসিন নিয়ে বর্তমানে বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া উচিত হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসিক ১০ হাজার টাকা হারে অনুদান দিতে হবে। তবেই কর্মহীন পরিবারগুলোর কিছুটা কাজে আসবে এবং লকডাউনও সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

লোহাকুচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহিদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান আলী, সহকারী প্রকৌশলী আবু সাঈদ আলী আকন্দ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রুহুল আমীন দুদু, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।