ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
ঝালকাঠিতে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে গঠনে অনিয়মের প্রতিবাদে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও ১০টি ইউনিয়নের  সাবেক কমিটির নেতাকর্মীরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আমতলা রোডস্থ জেলা বিএনপির একাংশের কার্যালয় তারা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।



প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক রেজাউল হক আজিম, দপ্তর সম্পাদক শাহআলম মল্লিক, হুমায়ুন খন্দারসহ ১০টি ইউনিয়নের সাবেক কমিটির নেতারা।  

বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নে কমিটি করা হয়েছে। এসব কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়নি।  

বক্তারা অবিলম্বে এসব কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয় সদর উপজেলার ১০টি ইউনিয়নে কমিটি দেওয়ার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
 
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।