ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি জোট ছাড়ছে খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, অক্টোবর ১, ২০২১
বিএনপি জোট ছাড়ছে খেলাফত মজলিস

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা নিবন্ধিত দল খেলাফত মজলিসও জোট ছাড়ছে বলে জানা গেছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসতে পারে।

খেলাফত মজলিস সূত্রে জানা গেছে, শুক্রবার দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তাই বৈঠকের আগে জোট ছাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা। দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের সহিংসতার পাঁচ মামলার আসামি হয়ে এখন কারাগারে। জোট ছাড়ার পেছনে এটাও কারণ হতে পারে বলে অনেকে ধারণা করছেন।

শুক্রবার বাদ জুমা রাজধানীর পুরানো পল্টনের সিগাল রেস্টুরেন্টে খেলাফত মজলিসের শুরার বৈঠক হবে। সারাদেশের সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মজলিসে শুরার প্রায় ২০০ সদস্যকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বৈঠকে সভাপতিত্ব করবেন। বিকেল ৪টার দিকে সেখানেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ওই সংবাদ সম্মেলন থেকেই জোট ছাড়ার ঘোষণা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।