ঢাকা: ঢাকা-৮ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দিরে অনুদান দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।
শনিবার (০২ অক্টোবর) রাশেদ খান মেননের ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ কমরেড রাশেদ খান মেনন তার নির্বাচনী আসনে শনিবার বিভিন্ন মসজিদ এবং মন্দিরে তিন লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেছেন।
যেসব মসজিদ এবং মন্দিরের চেক বিতরণ করা হয়, সেগুলো হচ্ছে উত্তর শাহজাহানপুর আমতলা জামে মসজিদ; মসজিদুল রাইয়ান পি.ডব্লিউ.ডি জামে মসজিদ, মতিঝিল সরকারি কলোনি (হাসপাতাল জোন) স্টোর কম্পাউন্ড মসজিদ, ডি.এম.সি.এইচ স্টাফ কোয়ার্টার নূর জামে মসজিদ, বায়তুল নাজাত জামে মসজিদ, শান্তিনগর শাহ সাহেববাড়ি জামে মসজিদ, মালিবাগ বায়তুল আমিন জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রী শ্রী শিব মন্দির, মতিঝিল এজিবি কলোনা অরুনিমা জনকল্যাণ দেবালয় দুর্গামন্দির।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
আরকেআর/এসআইএস