ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, নভেম্বর ৩, ২০২১
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মেহেদি হাসান হিমেলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাইফুল হক তাজ, কাওসার হামিদ খান, মো. নাহিদ চৌধুরী, জনি, মো. শাহরিয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান তুহিন, মো. নাসিম, জামাল হোসেন, ইলিয়াস, মাহবুব ও মিহির বিশ্বাস রাফসান রাকিব ভুইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।