ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ির ৮ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
খাগড়াছড়ির ৮ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা খাগড়াছড়ির ৮ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা

খাগড়াছড়ি: চতুর্থ ধাপে সারাদেশের মত খাগড়াছড়ির তিনটি উপজেলা লক্ষীছড়ি, মানিকছড়ি ও রামগড়ের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিমধ্যে মনোনিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য মতে, খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা হলেন- লক্ষীছড়ি সদরের উষাজ্যই চৌধুরী, দুল্যাতলী ইউনিয়নে উচাইপ্রু মারমা এবং বর্মাছড়ি ইউনিয়নে নীলবর্ণ চাকমা।

মানিকছড়ি উপজেলায় নৌকার প্রার্থীরা হলেন- সদর ইউনিয়নে মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউনিয়নে মো. আবউর রহিম এবং তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ।

রামগড় উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হলেন- মো. শাহ আলম ও কাজী নুরুল আলম।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।