ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ নিয়ে মানুষ এখন গর্ব করে: তোফায়েল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, নভেম্বর ২৪, ২০২১
বাংলাদেশ নিয়ে মানুষ এখন গর্ব করে: তোফায়েল  ফাইল ফটো

ঢাকা: বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা দিয়েছিলেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটি উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুকে জাতিসংঘের অধিবেশনে ইংরেজিতে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন না, আমি আমার মাতৃভাষায় বক্তৃতা করব। তার বক্তব্য শেষে ১০ মিনিট ধরে করতালি চলে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তিনি বাংলাদশের স্বাধীনতা দিয়েছিলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু একজন বিশ্বনেতা ছিলেন। তিনি সেখানেই গেছেন, সেখানেই বিশেষ সম্মান পেয়েছেন। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে, বাঙালি জাতিকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি গ্রামকে শহরে পরিণত করেছেন।

তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল। বলা হয়েছিল বাংলাদেশ যদি উন্নতি করতে পারে তাহলে বিশ্বের কোনো দেশ অনুন্নত থাকবে না। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশকে নিয়ে মানুষ গর্ববোধ করে। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ যে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে সেই পাকিস্তান থেকে বাংলাদেশ আজ সব দিক দিয়ে এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ এগিয়ে চলেছে। অনেক ষড়যন্ত্র হয়েছে, আরও ষড়যন্ত্র হবে। কিন্তু ভয়হীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিয়ে এগিয়ে চলেছেন। সেদিন শেখ হাসিনার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম বলেই আজ এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।