ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর: সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

শনিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় কৃষক লীগের দফতর সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশক্রমে লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ মে সম্মেলনের মাধ্যমে জেলা জেলা কৃষক লীগের তিন বছর মেয়াদি চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ছিলেন ওমর হোসাইন ভুলু, সহ-সভাপতি ওমর আল ফারুক, সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা ও সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।  

২০২০ সালের অক্টোবরে কমিটির সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আনোয়ার হোসেন সুজনকে।

এদিকে দীর্ঘদিন থেকে জেলা কৃষক লীগের সাংগঠনিক কোনো কার্যক্রম দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।