ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

করোনায় আক্রান্ত হলেন শাজাহান খান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, ফেব্রুয়ারি ১, ২০২২
করোনায় আক্রান্ত হলেন শাজাহান খান ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দি‌কে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।  

পরিবা‌রের বরা‌ত দিয়ে ডা. ইকরামুল ‌হো‌সেন ব‌লেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন।

গত দু’দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনেই অবস্থান করছেন।
ডা. ইকরাম হোসেন বলেন, শাহাজান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বেশ ভালো রয়েছে। তার সঙ্গে কাউকে সরাস‌রি দেখা কর‌তে নি‌ষেধ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।