ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

হাইকোর্টে সিপিবির ৮ নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, ফেব্রুয়ারি ১৪, ২০২২
হাইকোর্টে সিপিবির ৮ নেতার জামিন

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ সিপিবির ৮ নেতা জামিন পেয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তারা জামিন নেন।

জামিনকৃত অন্যান্যরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিপিবির চেয়ারম্যান পদপার্থী সাদেকুল ইসলাম মাস্টার, আনিছুর রহমান, নবাব আলী, বাদশাহ মিয়া, জাহাঙ্গীর মন্ডল, আব্দুল লতিফ ও জুয়েল মিয়া।

৮ নেতার জামিনে স্বস্তি প্রকাশ করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা, মামলা ও নিপীড়ন করে কমিউনিস্ট পার্টি ও তার নেতৃবৃন্দকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মিহির ঘোষসহ সব নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।