ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মহিলা দলের কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, ফেব্রুয়ারি ১৪, ২০২২
মহিলা দলের কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের কুমিল্লা উত্তর জেলার কমিটি গঠন করা হয়েছে। সুফিয়া বেগমকে সভাপতি ও দিলারা শিরিনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুফিয়া বেগমকে সভাপতি ও দিলারা শিরিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কার্যকরী কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।