রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তার পরপরই সংঘর্ষ শুরু হয়।
.jpg)

এদিকে সংঘর্ষের ঘটনায় ঢাকা থেকে আগত এক নেতার প্রেস সহকারী এমএসএ রেজা, বাঘা পৌর আওয়ামীলীগের সভাপতি আাব্দুল কুদ্দুস সরকার, শাহরিয়ার হোসেন, সিরাজুর ইসলাম, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, লিটন ভুঁইয়া, আলম হোসেন, সুজন আলীসহ অন্তত পক্ষে ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি শান্ত হলে ফের সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
.jpg)
জানতে চাইলে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিততি নিয়ন্ত্রণ করতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসএস/এএটি