ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, মার্চ ২৯, ২০২২
ময়মনসিংহ মহানগর তাঁতী দলের কমিটি গঠন ডা. জাহাঙ্গীর আলম (আহ্বায়ক) ও মো. সাইদুল বাসার বিপ্লব (সদস্য সচিব)

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর তাঁতী দলের কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ডা. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও মো. সাইদুল বাসার বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে।

এতে যুগ্ম আহ্বায়ক রয়েছেন ৩০ জন।

মঙ্গলবার (২৯ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।

এতে উল্লেখ করা হয় যে, নবগঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে মহানগরের অর্ন্তগত সব থানা এবং ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব কমিটি অনুমোদন হবে প্রথম যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামসহ তিনজনের যৌথ স্বাক্ষরে।  

একইসঙ্গে ৪৫ দিনের মধ্যে থানা এবং ওয়ার্ডের কমিটি গঠন করে মহানগরের সম্মেলন করে কেন্দ্রীয় কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে। অন্যথায় এ কমিটির কোনো কার্যকারিতা থাকবে না বলেও জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।